Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে শনাক্ত ২৪২

স্বাস্থ্যবিধি নিশ্চিতে চলছে অভিযান

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মধ্যেই চট্টগ্রামে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৪২ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার সারা দেশে গড়ে ১৫ শতাংশ হলেও চট্টগ্রামে ১৯ শতাংশ। এ পর্যন্ত চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৮৭০ জন।
বিশেষজ্ঞরা বলছেন, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সংক্রমণের মাত্রা বাড়ছে। স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক পরিধান না করলে এই সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৭০টি নমুনা পরীক্ষা করা হয়। তবে করোনায় মৃত্যুর সংখ্যা কমে গেছে।
এদিকে স্বাস্থ্যবিধি নিশ্চিতে ধারাবাহিক অভিযানে গতকাল নগরীর নতুন ব্রিজ, অলঙ্কার, দেওয়ানহাট, কোতোয়ালী, রেল স্টেশন, অক্সিজেন এবং সিআরবি এলাকায় ৮০ জনকে জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর, মো. আশরাফুল আলম, সুরাইয়া ইয়াসমিন, গালিব চৌধুরী এবং নূরজাহান আক্তার সাথী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শনাক্ত-২৪২

২৪ নভেম্বর, ২০২০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ