পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৮টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। গতকাল বিকেল সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, গতকাল বিকেল ৩টা ১৩ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর ৪টা ৫ মিনিটের সময় আগুন নেভাতে সক্ষম হয়। তিনি আরো জানান, বনানীর আনসার ক্যাম্প ও কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি কলোনি অবস্থিত। আগুনে কলোনীর ছোট ছোট ছয়টি ঘর পুড়ে গেছে। এছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে হবে বলে জানান তিনি। এদিকে, গতকাল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর কোনাবাড়ি ভাঙ্গাপ্রেস এলাকায় একটি কারখানার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, গতকাল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ডেমরা রোডের পুরাতন মোল্লা কলেজের পাশে কোনাবাড়ি ভাঙ্গাপ্রেস এলাকায় একটি কারখানার গোডাউনে আগুন লাগে। খবর পাওয়ার পরপরই ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিলেও সড়কে যানজটের কারণে পৌঁছে ৬টা ৪৫ মিনিটে। এরপর আধাঘন্টার চেষ্টায় সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।