পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নগরীর চান্দগাঁও থানাধীন পুরাতন কালুরঘাট এলাকায় একটি নকল ওষুধের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। কারখানা থেকে ওষুধ তৈরির বিপুল পরিমাণ উপকরণ ও সরঞ্জামাদিসহ একজনকে পাকড়াও করা হয়েছে। গ্রেফতার মো. হোসেন (৪০) চাঁদপুরের সদর থানার হাসান কদরী গ্রামের মো. আবদুর রশিদের পুত্র। তার সহযোগী মোহাম্মদ মাহমুদুল হক (৪৫) পালিয়েছেন। তার বাড়ি চট্টগ্রামের রাউজানের কচুখাইন গুজরায়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কালুরঘাটের তারানন্দ যুগীশ্রাম কালি মন্দিরের সামনে জনৈক বেলালের বিল্ডিংয়ে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
ডিবির কর্মকর্তারা জানান, এই চক্রটি বন্দর নগরীতে দীর্ঘদিন যাবৎ নামীদামি দেশি-বিদেশি কোম্পানীর ওষুধের নকল ও ভেজাল তৈরি করে উচ্চ দামে বাজারজাত করে আসছে। নিজস্ব কেমিস্ট নিয়োগ করে ও নিম্নমানের ক্যামিকেল দিয়ে ওষুধ তৈরি করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় দেশে যৌন উত্তেজক ওষুধের চাহিদা বেশি থাকায় তারা বিদেশি বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে এসব নকল ওষুধ অধিক দামে তাদের পরিচিত ফার্মেসিতে বিক্রি করে আসছে। কারাখানার কোন বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেন নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।