পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর মিরপুরে মুন্না (১৯) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের বুকে ছুরির আঘাত রয়েছে। সে তার বন্ধুর বাসায় বেড়াতে এসেছিল। গতকাল ভোরে মিরপুর-১ নম্বর সেকশনের নিউ সি বøকের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত মুন্নার বাড়ি নড়াইল সদর উপজেলায়। সে গ্রামে পড়ালেখা করে। গত মঙ্গলবার সে গ্রাম থেকে ঢাকার মিরপুর ১ নম্বর সেকশনের নিউ সি ব্লক ডেসকো অফিসের পাশে তার বন্ধুর বাসায় আসে। এছাড়া ঢাকায় তার আর কোনো স্বজন থাকে না।
শাহ আলী থানার ওসি এবিএম আসাদুজ্জামান জানান, মুন্না গ্রামের বাড়ি নড়াইল থেকে রাতে ‘সি’ ব্লকের ডেসকো অফিসের পাশে তার বন্ধু রহমতের বাসায় এসেছিলেন। তবে বন্ধুর বাসায় পৌঁছার আগেই খুন হন। মুন্নার বুকে ছুরিকাঘাতের একটি চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে সেখানে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।