পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আজ ১৯ নভেম্বর হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম (রহ:)-এর ১৩তম মৃত্যুবার্ষিকী। ২০০৭ সালের এই দিনে তিনি চিরবিদায় গ্রহণ করেন। দেশ-বিদেশে তিনি একজন সম্মানিত সর্বজনশ্রদ্ধেয় এবং শ্রেষ্ঠতম আলেম হিসেবে পরিচিত ছিলেন। এছাড়া তিনি ইমাম ও খতিব লালবাগ শাহী মসজিদ, সম্পাদক মাসিক আল-বালাগ, তফসীরকার রেডিও বাংলাদেশ, সাবেক সদস্য ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বোর্ড অব গভর্নরস, চেয়ারম্যান তফসীরে তাবারী শরীফ সম্পদনা বোর্ড, জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য, বহু গ্রন্থ প্রণেতা হিসেবে দ্বীন প্রচারের ক্ষেত্রে সকল মাধ্যমে কাজ করে গেছেন।
হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম (রহ:)-এর সবচেয়ে বড় অবদান হলো বাংলা ভাষায় তিনিই সর্বপ্রথম কোরআনে কারীমের পূর্ণাঙ্গ তফসীর রচনা করেন। তফসীরে নুরুল কোরআন তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি, অনন্য সৃষ্টি এবং একটি মকবুল গ্রন্থ, যা ধারাবাহিকভাবে ৩০ খন্ডে সমাপ্ত। তিনি ছিলেন একজন সত্যিকারের আশেকে রসুল। আল্লাহ্পাক তাঁর সকল প্রকার খেদমত কবুল করুন এবং তাঁকে অশেষ সওয়াব দান করুন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।