পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অবৈধভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কথিত মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে অভিযানে নেমেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ইতোমধ্যে রাজধানীর গেন্ডরিয়া, যাত্রাবাড়ী ও দয়াগঞ্জে চারটি মাদকাসক্তি নিরাময়কেন্দ্র সিলগালা করা হয়েছে। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, রাজধানীর আদাবরের মাইন্ড এইড ‘মানসিক’ হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালটির কর্মচারীদের মারধরে এএসপি আনিসুল করিমের মৃত্যুর পর উদ্ভুত পরিস্থিতি সামাল দিতেই শুরু হয়েছে এ অভিযান।
অধিদপ্তরের সহকারী পরিচালক রাজীব মিনা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে অনুমোদন না নিয়েই দীর্ঘদিন ধরে ব্যবসা করছে হাদি, জীবন পরিবর্তন, মদিনা ও আনন্দ মাদকাসক্তি নিরাময়কেন্দ্র। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।
তিনি আরো জানান, দয়াগঞ্জে মদিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আড়ালে চলছিল রমরমা ব্যবসা। অবশেষে লাইসেন্সবিহীন ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সিলগালা করা হয়েছে। এছাড়া অভিযানকালে উদ্ধার করা হয়েছে অনুমোদনহীন ইঞ্জেকশন। একই সাথে নিরাময় কেন্দ্রের মালিক রেজাউল করিম দুলালকে গ্রেফতার করা হয়েছে। ২৮ বছর ধরেই নিবন্ধন ছাড়াই চলছিলো এই নিরাময় কেন্দ্রটি। অভিযানকালে দেখা গেছে এই কেন্দ্রে রোগীদের আটকে রাখার হাজতখানাও আছে। অভিযানের সময় এই কেন্দ্রে থাকা বেশ কয়েকজন রোগীদের বুঝিয়ে দেয়া হয় অভিভাবকদের কাছে।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বিভিন্ন প্রতিষ্ঠানে মাদকাসক্তি নিরাময়ের নামে শারীরিক নির্যাতন ও মাদক সেবন করানো হয় বলে অভিযোগ আছে। মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের জন্য যে অবকাঠামো ও পরিবেশ দরকার, এসব প্রতিষ্ঠানে তা নেই। কিছু প্রতিষ্ঠান জোর করে মানুষ ধরে এনে মাসের পর মাস রেখে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।