Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্প্রিন্টে জ্যামাইকান আধিপত্য

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : উসাইন বোল্ট যেদিন মাঠে নামেন সেদিন অন্য সব আলো যেন ফিকে হয়ে যায়। হোক না তা হিটের লড়াই। স্প্রিন্টে মাত্র কয়েক সেকেন্ডের দ্বৈরথ দেখার জন্য ব্যাকুল হয়ে থাকে বিশ্বের কোটি কোটি ভক্তর চোখ। জ্যামাইকান বজ্র বিদ্যুৎও ভক্তদের নিরাশ করেন না। একের পর এক কীর্তিতে নিজেকে যেমন নিয়ে চলেছেন ধরাছোঁয়ার বাইরে, তেমনি ট্রাক এন্ড ফিল্ডে উপহার দিচ্ছেন একের পর এক বিষ্ময়।
রিও অলিম্পিকের দ্বাদশ দিনে উগান্ডাকে ৬-০ গোলে উড়িয়ে ব্রাজিলিয়ানদের ফাইনালে পা রাখা, কিংবা অলিম্পিক ইতিহাসের প্রথম নারী হিসেবে টানা চার আসরে ফ্রিস্টইল কুস্তিতে জাপানের নারী কুস্তিগীর কাওরির স্বর্ণজয়ও তাই দৃষ্টি ফেরাতে পারেনি। পারেনি নারী স্প্রিন্টের ডাবল জেতা স্বদেশী থম্পসনও। ২০০ মিটার ব্যাক্তিগত দৌড়ের সেমিফাইনালে পাশের প্রতিযোগি কানাডার আন্দ্রে ডি গ্রাসের সাথে গল্প করতে করতে ফিনিশিয় লাইন ছুঁয়েছেন বোল্ট। তাতেই মৌসুমের সেরা টাইমিং হয়ে গেছে গতি দানবের। ১৯.৭৮ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। গ্রাসে নিয়েছেন দশমিক ২ সেকেন্ড বেশি সময়। শেষ দিকে এসে তো দৌড়েছেন একেবারে আয়েশি ভঙ্গিমায়। গ্রাসে ওপরে উঠে যাচ্ছেন দেখে বোল্ট শুধু গতিটা ধরে রাখেন। দৌড় শেষে এ নিয়ে মনে হল গ্রাসের সাথে মজাও করলেন বোল্ট। আজ সবকিছু ঠিক থাকলে ২০০ মিটারে তার
গড়া রেকর্ড ১৯.১৯ সেকেন্ড সময়কে ১৯ সেকেন্ডে নামিয়ে আনাটা তাই একটুও অসম্ভব বলে মনে হচ্ছে না। এমন ঘোষণা তো তিনি আগেই দিয়ে রেখেছেন। এখন মনে হচ্ছে এই ইভেন্টে স্বর্ণ তার নিশ্চিত, নতুন রেকর্ড হয় কি না এইটাই শুধু দেখার বিষয়। সব ঠিক থাকলে টানা তিনবার ২০০ মিটারে স্বর্ণ পদক দখলে নেবেন বোল্ট। এবার জিতলে তাই শুধু নিজেকেই ছাড়িয়ে যাওয়া। এ পর্যন্ত টানা দুই বারই যে এই কীর্তি করে দেখানে পারেনি কেউ। তবে বিষ্ময়ের জন্ম দিয়েছেন তার প্রতিদ্বন্দ্বি জাস্টিন গ্যাটলিন। ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন আমেরিকান স্প্রিন্টার। ২০.১৩ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনাল থেকে বাদ পড়েছেন তিনি।
অলিম্পিক স্প্রিন্টে জ্যামাইকার আধিপত্য অব্যহত রেখেছে নারীরাও। বোল্ট ব্যাক্তিগত ডাবল জিততে পেরেছেন কি না তা হয়তো জেনে গেছেন ইতোমধ্যেই। তার আগে নারী ইভেন্টে ডাবল জিতেছেন তারই স্বদেশী এলেইন টম্পসন। ১০০ মিটারের পর ২০০ মিটার স্প্রিন্টেও স্বর্ণ জিতেছেন ২৪ বছর বয়সী এই জ্যামাইকান। ২১.৭৮ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের ডাফনে স্কিপার্সকে দশমিক ১৩ সেকেন্ড পিছনে ফেলেন টম্পসন। প্রথমে তিনি বুঝতে পারেননি কি কীর্তি গড়েছেন তিনি। স্ক্রিনে নাম দেখার পর উল্লাসে মাতেন। প্রথম স্বর্ণ জয়ের অনুভুতিটাও একটু বেশি হবে এটাই স্বভাবিক। বিবিসিকে তিনি বলেন, ‘এটা আমার কাছে অসাধারণ একটা অনুভুতি। আমি মনে করি আমি এবার আলো ছড়িয়েছি। ভেরোনিকা ক্যাম্পবেল, শেলি-অ্যান, ফ্রেজার-প্রাইসদের সারিতে আমার নাম দেখতে পাওয়াটা অসাধারণ।’
ফুটবলে জার্মানিকে হারিয়ে ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপের সেই ৭-১ গোলের লজ্জার প্রতিশোধ ব্রাজিলিয়ানরা নিতে পারবে কি না তার ফয়সালা হবে আগামীকাল মারাকানায়। সেক্ষেত্রে অধরা অলিম্পিক স্বর্ণেও স্বাদও পাবে ব্রাজিল। এর আগে গতকাল দেখা গেছে ব্রাজিল-জার্মানি দ্বৈরথ। কিন্তু বিচ ভলিবলের সেই লড়াইয়ে জার্মানদের হারাতে পারেনি সেলেসাওরা। রৌপ্য নিয়েই তাই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
ওদিকে লং জাম্প ও ১০০ মিটার হার্ডলেসে অব্যহত আছে যুক্তরাষ্ট্র নারীদের আধিপত্য। ১০০ মিটার হার্ডলেসের তিনটি পদকই গেছে আমেরিকানদের দখলে। সতীর্থদের পিছনে ফেলে স্বর্ণ জিতেছেন ব্রিয়ানা রোলিন্স। অর লং জাম্পের নায়ক টিয়ানা বারটোলেটা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্প্রিন্টে জ্যামাইকান আধিপত্য
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ