Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শওকত আলীর মৃত্যুতে নেটিজেনদের শোক

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২০, ৩:০৭ পিএম

আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত, নবম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নেট দুনিয়ার বাসিন্দারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন তারা। তার বিভিন্ন অবদানকে তুলে ধরে করছেন স্মৃতিচারণ।

সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী সোমবার সকাল সাড়ে ৯টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন। তিনি শরীয়তপুর-২ আসন থেকে ৫ পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

পাকিস্তান আমলে ১৯৬৯ সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়েছিল, তাতে শওকত আলীকেও আসামি করা হয়। তিনি মুক্তিসংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা।

শওকত আলীর এসব অবদানকে স্মরণ করে ফেসবুকে মুহাম্মাদ শফিউল ইসলাম লিখেছেন, ‘‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, সজ্জন মানুষ ছিলেন। মহান আল্লাহ তা’আলা উনাকে মাফ করে দিন এবং জান্নাতবাসী করুন। উনার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার শক্তি দান করুন।’’

মীর ফারুক লিখেছেন, ‘‘ ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। বড় ভালো মানুষ ছিলেন। দেশের জন্য অনেক কষ্ট করেছেন। কিন্তু কিছু বলেন নাই। মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করি, আল্লাহ তায়ালা উনাকে জান্নাত দান করুন। আমিন।’’

মোঃ শাইফুদ্দীন হাসান লিখেছেন, ‘‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উনার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন।’’

সারোওয়ার হোসাইন মিয়া লিখেছেন, ‘‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের রুহের মাকফেরত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আ'লামিন মরহুমকে জান্নাত নসীব করুন। আমিন।’’

আশরাফ আলী লিখেছেন, ‘‘এক এক করে জাতির এ সমস্ত উজ্জ্বল নক্ষত্র আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন। অত্যন্ত হৃদয়বিদারক। তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।’’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শওকত আলীর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ