পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : জাতিসংঘ জানিয়েছে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের নতুন সাতটি যৌন নিপীড়নের ঘটনা শনাক্ত করেছে সংস্থাটি। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র থেকে ইতোমধ্যেই ১২০ জন শান্তিরক্ষী বাহিনীর সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেয়া হয়েছে।
তদন্ত শেষ হওয়ার পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে বলে জাতিসংঘ জানিয়েছে। নতুন সাতটিসহ এমন মোট কুড়িটি ঘটনা চিহ্নিত করেছে জাতিসংঘ।
দেশটির বামবারি শহরে এসব ঘটনা ঘটে। এর মধ্যে পাঁচটিতেই শিশুরা যৌন নির্যাতনের শিকার হয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, কয়েকটি ক্ষেত্রে শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা শিশুদের গণধর্ষণ করেছে।
গত মাসের শেষে জাতিসংঘ জানিয়েছিল সংস্থাটির শান্তিরক্ষী বাহিনীর যে সদস্যদের হাতে শিশুরা যৌন নির্যাতনের শিকার হয়েছে, তাদের মধ্যে বাংলাদেশসহ চারটি দেশের সৈনিকরা রয়েছে। প্রথমবারের মত প্রকাশ করা তথ্যে জানা যাচ্ছে ঐ সৈনিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও কঙ্গো, নাইজার এবং সেনেগালের শান্তিরক্ষীরাও জড়িত ছিল। সূত্র : বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।