পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : দেশের সাধারণ শিক্ষা বোর্ডসমূহের সর্বোচ্চ পাসের হারকে পেছনে ফেলে মাদরাসা শিক্ষা বোর্ড এবারের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে আবারো শীর্ষস্থান দখলে নিয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডের এবারের পাসের হার ৮৮.১৯%। মোট পরীক্ষার্থী ছিল ৮৯ হাজার ৬০৩ জন। পাস করেছে ৭৯ হাজার ২০ জন। গত বছর পাসের হার ছিল ৯০.১৯ %। গত বছর পাসের হারের চেয়ে এবারের পাসের হার বেশি। এবার আলিমে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪১৪ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৪৩৫ জন। গত বছরের চেয়ে এবারের জিপিএ-৫ এর সংখ্যা বেশি। এবারের আলিম পরীক্ষায় সাধারণ বিভাগের গড় পাসের হার ৮৭.৯৩%। বিজ্ঞান বিভাগের গড় পাসের হার ৯১.৬২%। মুজাব্বিদ বিভাগের গড় পাসের হার ৭৪.২৫%।
আলিম পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের পাসের হার শীর্ষে অবস্থান করায় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব মাওলানা শাব্বির আহমদ মোমতাজী মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে মাদরাসা শিক্ষা বোর্ডকে অভিনন্দন জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।