Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাসে এগিয়ে মেয়েরা জিপিএ-৫ এ ছেলেরা

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হারের দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। তবে মেধার সর্বোচ্চ স্কোর জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেরা মেয়েদের চেয়ে এগিয়ে আছে। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন।  এর মধ্যে জিপিএ-৫ পাওয়া ছাত্র ৩২ হাজার ৩৮১ জন, ছাত্রী ২৫ হাজার ৮৯৫ জন।
গতকাল বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। ফল বিশ্লেষণে এই চিত্র পাওয়া গেছে।
এ বছর মোট ১২ লাখ ৩ হাজার ৬৪০ জন পরীক্ষা দিয়েছে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন। পরীক্ষায় অংশ নেয়াদের মধ্যে ছাত্র ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন। ছাত্রী ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন। ফলাফল অনুযায়ী, ছেলেদের পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। আর মেয়েদের পাসের হার ৭৫ দশমিক ৬০ শতাংশ।
সকালে গণভবনে ফল ঘোষণার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মেয়েরা এগিয়ে যাচ্ছে। ছেলেদের পেছনে পড়ে থাকলে চলবে না। তাদের আর একটু পড়াশোনায় মনোযোগী হতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাসে এগিয়ে মেয়েরা জিপিএ-৫ এ ছেলেরা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ