পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বিএনপির সাবেক সংসদ সদস্য আবু হেনা। গতকাল শনিবার রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সিইও ও পরিচালক আল এমরান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। সেখানে আইসিইউতে বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আলী হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন আবু হেনা।
আল এমরান চৌধুরী জানান, গত শনিবার পরপর কয়েকবার আবু হেনা হার্ট অ্যাটাক করেন। পরে তাকে আর বাঁচানো যায়নি। তিনদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগে বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়।
আবু হেনা ১৯৯৬ ও ২০০১ সালে রাজশাহী-৩ আসনে (পবা-মোহনপুর) বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু ২০০৫ সালে নিজ দলের রাজনৈতিক কর্মকাণ্ড সমালোচনা করে আলোচনায় আসেন তিনি। এরপর তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। বিএনপির সংস্কারপন্থী নেতা হিসেবেও তিনি পরিচিতি পান। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে তার বহিষ্কারাদেশ তুলে নিয়ে রাজশাহী-৪ (বাগমারা) আসনে দলীয় মনোনয়ন দেয় বিএনপি।
আবু হেনা জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মহাপরিচালকসহ সরকারি বিভিন্ন পদে চাকরি করেন।
যুগ্মসচিব হিসেবে চাকরিজীবন শেষ করে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।