পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর ধানমন্ডি ও উত্তরা এলাকায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে গতকাল ভোরে ধানমন্ডিতে বাসার ছাদ থেকে পড়ে আরনাজ আহমেদ (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।
ধানমন্ডি থানার এসআই সুব্রত বৈদ্য জানান, ধানমন্ডির ১৫/এ নম্বর রোডের ৬৯/১ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতো আরনাজ। গত বৃহস্পতিবার রাত ২টা থেকে আড়াইটার মধ্যে ১০তলা বাসার ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে খবর পেয়ে বাসার নিচ থেকে গতকাল ভোরে লাশটি উদ্ধার করা হয়। নিহত আরনাজের বাবা তাহমিদ আহমেদ আইসিডিডিআরবি এর (কলেরা হাসপাতাল) নির্বাহী পরিচালক। সে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতো। দুই বোনের মধ্যে আরনাজ ছিল বড়।
এদিকে, গতকাল উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে খন্দকার ফাকিহা নুর (২২) নামের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ফাকিহা নুরের মা রোজি আক্তার জানান, তারা উত্তরা ৪নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের একটি বাসায় ভাড়া থাকেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের স্নাতকে পড়তেন তার মেয়ে। ফাকিহা নুরের বাবার নাম খন্দকার আনোয়ার হোসেন। গতকাল সকালে বাসার দ্বিতীয় তলায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। তাদের বাড়ি বরিশাল জেলায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।