Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-১৮ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান বিএনপির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

ঢাকা-১৮ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। দলটির নির্বাচন কমিটির সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান বলেন, সকাল থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী ও পুলিশ মিলে বিভিন্ন কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্ট বের করে দিয়েছে। বিভিন্ন জেলা থেকে সন্ত্রাসী এনে ভয়ভীতি দেখিয়ে ভোটারদের ভোট দিতে বিরত রেখেছে। নির্বাচনের কোনও পরিবেশ ছিল না। ভোটগ্রহণের পর গতকাল বৃহস্পতিবার ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, ‘আমরা নির্বাচন প্রত্যাখ্যান করছি। একইসঙ্গে পুনর্র্নিবাচনের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমানসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • arif miah ১৩ নভেম্বর, ২০২০, ১২:২৭ পিএম says : 0
    ভোট না হলে সরকারের টাকা সাশ্রয় হতো। ভোটের নামে ধোঁকাবাজি বন্ধ করা উচিত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা-১৮ আসন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ