পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার
জঙ্গি অভিযোগে গ্রেফতারকৃত চার নারী সদস্য উম্মা তাওহিদ ও আনসার ইসলামিয়া নামে দুটি অ্যাপস ব্যবহার করে প্রচারণা চালাতো। জেএমবির নারী ইউনিটের এসব সদস্য উচ্চ শিক্ষিত এবং সাইবার জগতেও তাদের বিচরণের তথ্য এখন গোয়েন্দাদের হাতে। এদিকে জঙ্গি অভিযোগে গ্রেফতারের খবর শুনে হতবাক ও বিস্মিত এসব নারীর পরিবারের সদস্যরা। তাদের গ্রেফতার নিয়ে চিন্তিত পরিবার। তবে কাদের প্ররোচনায় এ পথে এসেছে তদন্তের মাধ্যমে তা উদ্ঘাটনের দাবিও জানিয়েছেন স্বজনরা। মানারাত বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে গ্রেফতারকৃত চার নারী সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বুধবার পাঁচ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে আরো ১০ জন নারীর সংশ্লিষ্টতা মিলেছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।
রিমান্ড মঞ্জুর হওয়া নারীদের একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসক ইসতিনাত আক্তার ঐশী। যিনি জাতীয় বক্ষ্যব্যাধি ইনস্টিটিউটের আওয়ামী লীগ-সমর্থিত চিকিৎসক সংগঠন স্বাচিপের সাবেক সভাপতি বিশ্বাস আক্তার হোসেনের কন্যা। বাকি তিনজন হলেন, খাদিজা পারভীন মেঘলা, ইশরাত জাহান মৌসুমী এবং আকলিমা রহমান মনি। তারা সবাই মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এদেরকে গাজীপুরের সাইনবোর্ড, মগবাজার ও মিরপুর এলাকা গ্রেফতার করা হয়েছে। গতকাল ঐশীর পক্ষে তার আইনজীবী জামিনের আবদেন করলেও বিচারক তা নাকচ করে দেন।
গ্রেফতারকৃত নারীদের স্বজনরা যা বলছেন ঃ
গ্রেফতার নারীদের স্বজনরা বলছেন, তাদের শিক্ষিত কন্যারা জঙ্গিবাদে নাম লেখানোর বিষয়টি তারা মেনে নিতে পারছেন না। র্যাবের হাতে তাদের আটকের খবর শুনে তারা হতবাক ও বিস্মিত। শেরপুরের বাসিন্দা খাদিজা পারভীন মেঘলার বাবা খোরশেদ আলম জানান, মিরপুরে জনতা হাউজিংয়ে একটি বাসায় সাবলেট হিসেবে ভাড়া থেকে পড়াশোনা করে তার মেয়ে। উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে মেঘলাকে র্যাব গ্রেফতার করেছে এ খবর পাওয়ার পর থেকেই স্বজনরা দুশ্চিন্তায় রয়েছেন। তিনি এও জানান, কষ্ট করে মেয়েকে পড়াচ্ছেন। মেয়ে কীভাবে জঙ্গিবাদে জড়িয়েছে তা তার জানা নেই।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্নী চিকিৎসক ইসতিনা আক্তার ঐশীর বাবাও ঢামেক হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. বিশ্বাস আক্তার হোসেন। তিনি বলেন, সম্প্রতি ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ঐশীর এক বান্ধবী তাকে ফাঁসাতে পারে। কারও প্ররোচনায় সে ভুলপথে গেলে তাদের বিচার চান ডা. বিশ্বাস। ইশরাত জাহান মৌসুমী ওরফে মৌর মা মাকসুদা রহমান বলেন, তার মেয়ে উগ্রবাদী কর্মকা-ে জড়িয়েছে, এ তথ্য তাদের জানা নেই। কখনও মেয়ের আচার-আচরণে তেমন আলামতও দেখেননি তারা। আর গাজীপুরের বাসিন্দা আকলিমা রহমান মনির বোন সীমা আক্তার বলেন, গাজীপুর থেকে তার বোন নিয়মিত মিরপুরের মানারাত ইউনিভার্সিটি ক্যাম্পাসে যাতায়াত করতেন। কারও সঙ্গে মিশে উগ্রবাদে জড়িয়েছেন কি-না তা তাদের জানা নেই। বাসায় আচার-আচরণ ও কথায় সে ধরনের কোনো লক্ষণ দেখেননি তারা।
মানারাতের তিন ছাত্রী বহিষ্কৃত ঃ
মানারাত বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর ও পাবলিক রিলেশন্স ও স্টুডেন্টস অ্যাফেয়ার্স বিভাগের ইনচার্জ আবদুল মতিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মনিটরিং সেলের সদস্যরা সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি সংশ্লিষ্টতার অভিযোগে আইন শৃঙ্খলাবাহিনীর হাতে গ্রেফতার হওয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের তিন ছাত্রীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়টির গুলশান ক্যাম্পাসের কর্ডোভা হলে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মনিটরিং সেলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
র্যাব-৪ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি লুৎফুল কবির বলেন, চারজনকে জিজ্ঞাসাবাদের পর আরও দশ নারী জঙ্গির নাম বলেছে তারা। তবে তারা বিভিন্ন নাম ব্যবহার করায় এখনো ওই দশ জনের আসল নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের নাম পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের গ্রেফতারের জন্য রাজধানীসহ আশপাশের জেলাগুলোতে অভিযান অব্যাহত রয়েছে। চার নারী জঙ্গির নামও প্রথমে ছদ্মনাম ব্যবহার করে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। দীর্ঘ তদন্তের পর তাদের আসল নাম জানার পর চারজনকে গ্রেফতার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।