Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাতির মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে লিগ্যাল নোটিস

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ভারতের আসাম থেকে বন্যার পানিতে ভেসে আসা হাতি ‘বঙ্গবাহাদুরের’ মৃত্যুর বিষয়টি বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেয়া হয়েছে। গতকাল বুধবার ডাকযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশটি পাঠান ড. ইউনুছ আলী আকন্দ। নোটিশ জারির ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং হাতির মৃত্যু ও ব্যর্থতার কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় কমিটি গঠন করতে বলা হয়েছে।
ইউনুছ আলী আকন্দ জানান, মৎস্য ও পশুসম্পদ, বন ও পরিবেশ, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় সচিব, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক এবং জামালপুরের জেলা প্রশাসককে আইনি নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে এ বিষয়ে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশে বলা হয়, গত ২৬ জুন বন্য হাতিটি ভারতের আসাম থেকে বন্যার পানিতে ভেসে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামড়াবাদ ইউনিয়নের কয়বা গ্রামে গত ১৬ আগস্ট মারা যায়। এর আগে হাতিটিকে উদ্ধারের জন্য তার শরীরে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে অচেতন করা হয়। এ ছাড়া হাতিটি উদ্ধারে বন বিভাগ, পশুসম্পদ অধিদপ্তর বা সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের দায়িত্বহীনতা বা অবহেলা থাকতে পারে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাতির মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে লিগ্যাল নোটিস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ