পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গত ৩ নভেম্বর দৈনিক ইনকিলাবের চতুর্থ পৃষ্ঠায় “প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা অস্থির” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক সহকারী ভান্ডার কর্মকর্তা মো. আফসার আলী। তিনি তার প্রতিবাদে দাবি করেছেন, প্রাণিসম্পদ অধিদপ্তরে অফিস নির্মান করে আধিপত্য বিস্তার, নিয়োগ, বদলি বা টেন্ডারবাজি এবং হজ ও ওমরাহ পালনের নামে স্বর্ণ চোরাচালানসহ তাকে জড়িয়ে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা মিথ্যা ও বানোয়াট। তাকে হেয় প্রতিপন্ন করতে সংস্থাটির কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা এ ধরণের মিথ্যা ও ভুয়া তথ্য দিয়ে এ প্রতিবেদন করিয়েছেন। তিনি এ প্রতিবেদনকে উদ্দেশ্য প্রণদিত বলে দাবি করেছেন।
প্রতিবেদকের বক্তব্য সংবাদটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাওয়া অভিযোগ এবং দুর্নীতি দমন কমিশনের মামলার ভিত্তিতে এ প্রতিবেদন করা হয়েছে। এখানে প্রতিবেদকের নিজস্ব কোন বক্তব্য নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।