পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর গেন্ডারিয়ার মিল ব্যারাক এলাকা থেকে ১৪৮ পিস ইয়াবাসহ মো. আজিজ নামে পুলিশের এক এএসআইকে গ্রেফতার করা হয়েছে। তিনি রাজধানীর যাত্রাবাড়ী থানায় কর্মরত ছিলেন। গত রোববার তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে র্যাব-১০। রাতেই এএসআই আজিজকে গেন্ডারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গেন্ডারিয়া থানার ওসি মো. সাজু বলেন, গত রোববার রাতে ইয়াবাসহ গ্রেফতার এএসআই আজিজকে গেন্ডারিয়া থানায় হস্তান্তর করেছে র্যাব। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে। তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
ডিএমপির দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত এএসআই আজিজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কাছ থেকে মাদক পাচার সংক্রান্ত একটি চক্রের সন্ধ্যান পাওয়া গেছে। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।