Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় নকল প্রসাধনী তৈরীর কারখানার সন্ধান আটক ২

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরার ইটাগাছায় গত মঙ্গলবার বেলা তিনটার দিকে জনৈক বুলবুলের বাড়ীতে নকল সামগ্রী তৈরীর কারখানার সন্ধান পেয়েছে ডিবি পুলিশ। এসময় আব্দুল্øাহ আল মামুন ও আনোয়ার হোসেন মৃধা নামের দু’কারিগরকে আটক করা হয়। মামুন জেলার আশাশুনি উপজেলার হাজরাখালি গ্রামের মৃত মহরম আলী গাজীর ছেলে ও সুমন ভোলা জেলার বোরহানউদ্দীন থানার লক্ষি¥পুর গ্রামের হানিফ মৃধার ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল হাসেমি জানান, সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন এ কারখানাতে নকল প্রসাধনী,ডিটারজেন্ট পাউডারসহ বিভিন্ন ব্রান্ড প্যাকেটে লাগিয়ে প্যাকেটজাত করে তা বাজারজাত করে আসছিল। এমনকি তারা যৌন উত্তেজক পানীয়ের বোতলেও মিশ্রন মিশিয়ে প্যাকেটজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালায় পুলিশ। অভিযানের খবর পেয়ে কারখানার মালিক সরে পড়ে। আটক করা হয় কারিগরদ্বয়কে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাতক্ষীরায় নকল প্রসাধনী তৈরীর কারখানার সন্ধান আটক ২
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ