পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
চট্টগ্রাম ব্যুরো : জেলা পর্যায়ে ‘জনপ্রশাসন পদক-২০১৬’ অর্জন করেছেন চট্টগ্রাম কর অঞ্চল-২। গতকাল (বুধবার) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর অঞ্চল-২ এর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদের গলায় পদক পরিয়ে দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) শংকর রঞ্জন সাহা। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘জনপ্রশাসন পদক’ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দা সরোয়ার জাহান ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মাসুদ করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম কর অঞ্চল-২ এর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো. দৌলতুজ্জামান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, জেলা পরিষদ সচিব মো. ইকবাল, উপ-কর কমিশনার আশীষ কুমার সরকার প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।