Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : একটি করে বৃক্ষরোপণ করুন/দূষণমুক্ত স্বদেশ গড়–ন’ স্লোগান গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নরসিংদী শাখার বৃক্ষরোপণ কর্মসূচি। একই সাথে অনুষ্ঠিত হয়েছে অপচয় করি না টাকা জমাই ব্যাংকে/আজকেই ভাবি যা করব কালকে’ স্লোগান নিয়ে আল-আরাফা স্কুল ব্যাংকিং কনফারেন্স। দু’টি অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন আল-আরাফা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: মজিবর রহমান, আব্দুল কাদির মোল্লা, সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন। আল-আরাফাহ ইসলামী ব্যাংক ভেলানগর শাখা ব্যবস্থাপক নূর মোহাম্মদ বোরহান উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন এনসিসিআইর সি: ভাইস প্রেসিডেন্ট মো: তাজুল ইসলাম, সিটি কলেজের ভাইস প্রিন্সিপাল মাহমুদুল হাসান রুমী এবং নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আদম আলী। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কাজী তওহীদ উল আলম বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে গাছের চারা হস্তান্তর করেন। এর আগে তিনি আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অভ্যন্তরে একটি কাঠবাদামের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নরসিংদীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ