Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শোক দিবস উপলক্ষে আইডিআরএর দোয়া মাহফিল

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সরকারি নির্দেশনা মোতাবেক জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকীতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) দোয়া ও মিলাদ মাহফিল এবং বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও মহান স্বাধীনতা যুদ্ধে তার অবদানের ওপর আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল আইডিআরএর সভাকক্ষ-১ এসব অনুষ্ঠান আয়োজন করা হয়। এর আগে জাতীয় কর্মসূচি মোতাবেক গত ১৫ আগস্ট প্রথম প্রহরে দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। জাতীয় শোক দিবসে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম শেফাক আহমেদ, একচ্যুয়ারি। উক্ত সভায় সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের সদস্য মো: কুদ্দুস খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লা এবং মো: মুরশিদ আলম। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী (মুখ্য নির্বাহী কর্মকর্তা, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কো: লি:)। এছাড়া সব বীমা কর্পোরেশন বা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক/মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শোক দিবস উপলক্ষে আইডিআরএর দোয়া মাহফিল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ