পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের সকল দর্শনীয় স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছে পেশাদার সাংবাদিকদের ভ্রমণবিষয়ক সংগঠন প্রত্যয় বাংলা ট্যুরিস্ট ক্লাব। সংগঠনের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারী করোনাভাইরাসের কারণে দেশ-বিদেশের সকল দর্শনীয় স্থান লকডাউনের আওতায় থাকায় সকল কার্যক্রম বন্ধ ছিল। সম্প্রতি বিভিন্ন দেশে করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমার কারণে অনেক দেশ আকর্ষণীয় স্থান দর্শনার্থীদের জন্য খুলে দেয়। বর্তমানে অনেক দর্শনীয় স্থান সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হয়। তবে লক্ষ্য করা গেছে দেশের বেশিরভাগ দর্শনীয় স্থানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। পর্যটকদের স্বাস্থবিধি না মানার কারণে এসব স্থানে করোনার সংক্রমণ বেড়ে যওয়ার আশঙ্কা রয়েছে। আকাশ, সড়ক, রেল ও নৌ পথে যাত্রী পরিবহনের ক্ষেত্রেও সকল প্রকার স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য আহবান জানানো হয়েছে সংগঠননটির পক্ষ থেকে। গতকাল সংগঠনের সভাপতি ফারুক হোসাইন ও সাধারণ সম্পাদক একলাছ হক তাদের পাঠনো যুক্ত বিবৃতিতে এ আহবান জানান। এছাড়া ভ্রমণকালে পরিবেশের ক্ষতিকর যে কোন ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য পর্যটকদের প্রতি আহবান জানান প্রত্যয় বাংলা ট্যুরিস্ট ক্লাবের নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।