Inqilab Logo

সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১, ০৯ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঐক্য পরিষদ গায়ে পড়ে ঝগড়া করছে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

হিন্দু-বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ ও জাগো হিন্দু নামের সংগঠন দুটি গায়ে পড়ে ঝগড়া করছে উল্লেখ করে ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগরের নেতারা বলেছেন, তাদের এ অপতৎরতা বন্ধ না হলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে। চরমোনাই ও হেফাজত নিয়ে সংগঠন দুটির সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী বক্তব্যের প্রতিকার চেয়ে গতকাল রোববার চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশকালে তারা একথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন ইসলামী আন্দোলনের নেতাদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন। নেতৃবৃন্দ বলেন, ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ঢাকায় ফরাসি দূতাবাস ঘেরাওসহ সারাদেশে ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলাম শান্তিপূর্ণ নানা কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচিতের কোথাও কোনো বক্তা দেশের ভ্রাতৃপ্রতীম অমুসলিম সম্প্রদায়ের বিষয়ে কোনো ধরনের বক্তব্য দেয়নি। কিন্তু অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করা যাচ্ছে, ইসলামি দলসমূহের বিভিন্ন কর্মসূচি পালনের পরপরই ওই দুটি সংগঠন আক্রমণাত্মক, বিষোদ্গার এবং উস্কানিমূলক বক্তব্য দিতে শুরু করেছে, যা উদ্বেগজনক। নগর সহ-সভাপতি আবুল কাসেম মাতুব্বরের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি মুহাম্মদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা সানাউল্লাহ নুরী ও সহ-প্রচার সম্পাদক মাওলানা জাওয়াদুল করীম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঐক্য-পরিষদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ