পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এখন বিজয়ের দ্বারপ্রান্তে বলে মনে করছেন অনেকেই। ইতিমধ্যে তার সংগ্রহ ২৬৪টি ইলেকটোরাল ভোট। আর ৬টি ইলেকটোরাল ভোট পেলেই তিনি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন। সারা বিশ্বের মানুষের কাছে জো বাইডেন নামটি এখন সম্ভবত সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে।
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী দেশের প্রেসিডেন্ট হওয়ার পথে যখন জো বাইডেন; তখন তার প্রতিদ্ব›িদ্ব বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক ‘ফেইক’ বক্তব্য দিয়ে যাচ্ছেন। নির্বাচনকে বিতর্কিত করতে নানান ফন্দিফিকির করছেন। ট্রাম্প নিজের অনুসারিদের রাস্তায় নামিয়ে দিয়েছেন বিশৃংখলার জন্য। এ সময় মহানবী (সা.) বাণী উচ্চারণ করলেন জো বাইডেন। তিনি হাদিসের উদ্বৃতি তুলে ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়সহ সকল নাগরিকদের ট্রাম্পের বিশৃংখলা সৃষ্টির পায়তারা রুখে দেয়ার আহবান জানান। বাইডেনের মুখে উচ্চারিত হাদিসটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। যেখানে যুক্তরাষ্ট্রের মুসলিম স¤প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, ‘হযরত মোহাম্মদের (সা.) একটি হাদিসে নির্দেশ করা হয়েছে, তোমাদের কেউ কোনো অন্যায় সংঘটিত হতে দেখলে সে যেন তা নিজ হাতে প্রতিরোধ করে। তা সম্ভব না হলে যেন মুখে প্রতিবাদ করে। যদি তাও সম্ভব না হয় তবে যেন মন থেকে ঘৃণা করে।’
এরপর বাইডেন বলেন, ‘আপনারা অনেকেই এই দীক্ষা নিয়ে জীবনধারন করেন, এই বিশ্বাস আর নীতি নিয়ে যা যুক্তরাষ্ট্রের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। এমন একটি প্রশাসন এবং এমন একজন প্রেসিডেন্ট আপনাদের প্রাপ্য যারা এসব উদ্যোগে আপনাদের সাথে কাজ করবে এবং আপনাদের সমর্থন করবে। আমার প্রেসিডেন্ট নির্বাচিত হবার সৌভাগ্য হলে সবাই একসাথে মিলে ভুলকে ঠিক করতে, পৃথিবীকে আরো সুন্দর করতে; আমাদের হাত, আমাদের হৃদয় এবং আমাদের আশা দিয়ে কাজ করবো।’
সবার শেষে তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।