পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ায় বৈদ্যুতিক বাতির গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় ডেমরার মাতুয়াইল বৈদ্যুতিক বাতির গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করেছে বলে জানা গেছে। তবে আগুনের সূত্রাপাত সম্পর্কে তাৎক্ষনিক কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের ডিউটি অফিসার মো. রায়হান জানান, ডেমরা কোনাপাড়ার ১০ তলার পাশা টাওয়ারে গতকাল সন্ধ্যায় আগুন লাগে। এক পর্যায়ে ওই টাওয়ারের ৫-৬-৭ তলায় আগুন ছড়িয়ে পড়েছে। সেখানে ১৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তিনি আরো বলেন, ওই বৈদ্যুতিক বাতির গোডাউনে ছয় তলায় আগুনের সূত্রপাত হয়। সংবাদ পাওয়া মাত্র পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট সেখানে গিয়েছে। তবে রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।