Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে আরো বিনিয়োগে আগ্রহী কোরিয়া

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২০, ১২:১৫ এএম

বাংলাদেশে মেগা প্রকল্পসহ বিভিন্ন খাতে আরো বেশি বিনিয়োগে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী বিনিয়োগকারীদের আগ্রহের কথা জানালেন নবনিযুক্ত রাষ্ট্রদূত লী জাং কেইন। তিনি গতকাল বৃহস্পতিবার নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সাথে সৌজন্য সাক্ষাতকালে এ আগ্রহের কথা জানান। রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশে ৬ষ্ঠ বৃহৎ বিনিয়োগকারী এবং তাদের বিনিয়োগের পরিমাণ প্রায় ১.২ বিলিয়ন ডলার। প্রায় ২০০ কোরিয়ান কোম্পানি এদেশে বিনিয়োগ করেছে। কোরিয়ান ইপিজেড দু’দেশের বন্ধুত্বের উৎকৃষ্ট উদাহরণ। আরও মেগা প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী কোরিয়া। চেম্বার সভাপতি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে উভয় দেশের বন্ধুত্বের স্মারক হিসেবে একটি ফ্ল্যাগশিপ প্রজেক্ট বাস্তবায়নের আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিনিয়োগ-আগ্রহী-কোরিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ