Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চরভদ্রাসনে বন্যা বিধ্বস্ত পরিবারে টিউবওয়েল বিতরণ

প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে মঙ্গলবার চরঝাউকান্দা ইউনিয়নের বন্যা বিধ্বস্ত ক্ষতিগ্রস্ত পরিবার পূনর্বাসনের লক্ষ্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। উপজেলার চরাঞ্চলের পদ্মা পাড়ের ২২ পরিবারে বিশুদ্ধ পানির জন্য এসব টিউবওয়েল বিতরণ করা হয় বলে জানা যায়। উক্ত ইউপি’র চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন মৃধা ও মেম্বারেরা উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারে টিউবওয়েল বিতরণ করেন। এ বছর এলজিএসপি-২ এর আওতায় বরাদ্দ প্রাপ্ত অর্থ দিয়ে এসব টিউবওয়েল বীনামূল্যে ক্ষতিগ্রস্ত পরিবারে সরবরাহ করা হয়েছে। জানা যায়, ওই দিন প্রতি পরিবারের একটি টিউবওয়েলের সাথে ৪টি পাইপ ও টিউবওয়েল স্থাপন খরচ বাবদ নগদ ৮শ’ টাকা করে ২২ পরিবারের মাঝে ২২টি টিউবওয়েল ৮৮টি পাইপ ও নগদ ১৭ হাজার ৬শ’ টাকা বিতরণ করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চরভদ্রাসনে বন্যা বিধ্বস্ত পরিবারে টিউবওয়েল বিতরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ