পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বরিশালে বসুন্ধরা এলপি গ্যাসের মাস্টার ডিস্ট্রিবিউটর পয়েন্ট মেসার্স হোসেন এন্টারপ্রাইজের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রূপাতলীতে এর উদ্বোধন করেন বসুন্ধরা এলপি গ্যাস ও সুন্দরবন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের হেড অব ডিভিশন (সেলস) মীর টি আই ফারুক রিজভী। এ সময় ফারুক রিজভী বলেন, ‘বসুন্ধরার প্রতি ভোক্তাদের যে আস্থা সৃষ্টি হয়েছে তা ধরে রাখাই আমাদের প্রধান কাজ। তাই ভোক্তাদের কাছে এলপি গ্যাস সহজলভ্য করতে সারা দেশের গুরুত্বপূর্ণ এলাকায় মাস্টার ডিলার পয়েন্ট স্থাপন করা হবে। এরই ধারাবাহিকতায় বরিশাল বিভাগের প্রাণকেন্দ্রে মাস্টার ডিস্ট্রিবিউটর পয়েন্টের কার্যক্রম শুরু করা হয়েছে।’ প্রতিষ্ঠানের এজিএম (সেলস) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বসুন্ধরা এলপি গ্যাসের মাস্টার ডিস্ট্রিবিউটর পয়েন্টের স্বত্বাধিকারী মো. হেমায়েত উদ্দিন। আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের সাউদ-ওয়েস্ট এরিয়া উইংয়ের এরিয়া ম্যানেজার, এক্সিকিউটিভ অফিসার, পরিবেশক ও খুচরা বিক্রেতারা। Ñপ্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।