পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নিউইয়র্ক থেকে এনা : বাংলাদেশী অধ্যুষিত ওজনপার্কে গত ১৩ আগস্ট দিনে-দুপুরে সন্ত্রাসীর গুলিতে নিহত আল ফোরকান মসজিদের ইমাম আলাউদ্দিন আকুঞ্জি (৫৫) এবং মুসল্লী তারাউদ্দিনের (৬৫) নামাজে জানাজা গত সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে আল ফোরকান মসজিদ সংলগ্ন গ্যান্ড এভিনিউর মিউনিসিপ্যাল পার্কে অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মানুষের অংশ নেয়া এই জানাজার শুরুতে বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিও। নৃশংস এই হত্যাকা-ের পর নিউইয়র্ক সিটির কম্পোট্রোলার, পাবলিক এডভোকেট, সিটি স্পিকার, কাউন্সিলম্যান, স্টেট সিনেটর এবং কুইন্স বরো প্রেসিডেন্টসহ মূলধারার রাজনীতিবিদরা এসে সমবেদনা জানালেও মেয়র ব্লাজিও আসেননি। এই নিয়ে ক্ষোভও ছিলো সবার মধ্যে। জানাজায় এসে সেই ক্ষোভ শক্তিতে পরিণত করলেন নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাজিও। তিনি তার বক্তব্যে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই হত্যাকা-ে জড়িতদের শাস্তির আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, আমিও ন্যায় বিচার চাই। খুুনির শাস্তি চাই। আমি মনে করি নিউইয়র্ক সিটি এবং আমেরিকার অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে মুসলমানরা। মুসলামান বা একজন মুসলমানের উপর হামলা মানে আমাদের বা আমার উপর হামলা। এই হামলা মেনে নেয়া যায় না। তিনি পুলিশ প্রশাসনকে মসজিদ এবং মুসলমান অধ্যুষিত এলাকাগুলোকে পুলিশ বাড়ানো এবং টহল জোরদার করার জন্য আহ্বান জানান।
ইমাম আলাউদ্দিন আকুঞ্জি এবং তারাউদ্দিনের জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। এত বড় জানাজা নিউইয়র্কে খুব এটা দেখা যায় না। বাংলাদেশী কম্যুনিটির নেতৃবৃন্দ ছাড়াও এই জানাজায় মুসলিম কম্যুনিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। জানাজা পড়ান ইমাম মাওলানা আলাউদ্দিন আকুঞ্জির সন্তান ক্বারী মঈনুদ্দিন আকুঞ্জি এবং দোয়া পরিচালনা করেন মাওলানা জালাল সিদ্দিকী। জানাজা শেষে হাজার হাজার মানুষ সেøাগান দিতে দিতে ঘটনাস্থলে যায় এবং সেখানে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে এবং খুনির শাস্তি দাবি করে। বিক্ষোভ মিছিলে সেøাগানই ছিলো উই ওয়ান্ট জাস্টিস। সেøাগানে সেøাগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল জানান, ইমাম আলাউদ্দিন আকুঞ্জির লাশ গতকাল (মঙ্গলবার) দেশে পাঠানোর কথা রয়েছে। তাকে দাফন করা হবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পারিবারিক গোরস্তানে। আর তারাউদ্দিনের লাশ দাফন করা হয়েছে জালালাবাদ এসোসিয়েশনের গোরস্তানে।
এদিকে নিউইয়র্ক পুলিশ কমিশনার বিল ব্রিটন জানিয়েছেন, ইমাম আলাউদ্দিন আকুঞ্জি ও তারাউদ্দিনের সন্দেহভাজন খুনিকে গ্রেফতার করা হয়েছে ইস্ট নিউইয়র্কের ব্রুকলীন থেকে। বয়স বলা হয়েছে ৩৬ বছর, যদিও তার নাম প্রকাশ করা হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।