পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর মিরপুর থানাধীন কল্যাণপুর নতুন বাজার বস্তিতে অগ্নিকান্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ আনোয়ার হোসেন (২০) নামে এক দোকান কর্মচারির মৃত্যু হয়েছে। গতকাল বিকেল তিনটায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আনোয়ার হোসেন কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার দাউদপুর বাউতি গ্রামের নজরুল ইসলামের ছেলে। কল্যাণপুর নতুন বাজার একটি দোকানের কর্মচারি ছিলেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, মৃতের শরীরের ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল। গতকাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এছাড়াও ওই ঘটনায় দগ্ধ আক্তার হোসেন (১৯) নামের এক দোকান কর্মচারী চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার রাত ১০টা ৩ মিনিটের সময় কল্যাণপুর নতুনবাজার বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করে রাত ২টা ৫ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় আনোয়ার হোসেন ও আক্তার হোসেন দগ্ধ হয়েছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।