Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুয়েট ছাত্র বহিষ্কার

মহানবীকে (সা.) কটূক্তি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

ফেসবুকে মহানবী (সা.)-কে কটূক্তি করায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না ১৫ দিনের মধ্যে জানতে চাওয়া হয়েছে। বহিষ্কৃত রায়হান রোমান চুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শুক্রবার চুয়েটের অ্যাকাডেমিক কাউন্সিলের ১২২তম জরুরি সভায় বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম। ক্যাম্পাস সূত্র জানায়, গত সপ্তাহে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন রায়হান। এতে মহানবীর অবমাননার পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করেন চুয়েটের সাবেক ও বর্তমান কয়েকজন শিক্ষার্থী।
চুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্টার ড. ফারুক-উজ-জামান চৌধুরী বলেন, রায়হান রোমানকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্র-বহিষ্কার

১ নভেম্বর, ২০২০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ