Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজ্ঞান জাদুঘরে সিরিজ কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর তরুণ শিক্ষার্থীদের পদভারে এখন মুখরিত। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে চলছে একের পর এক বিজ্ঞান বিষয়ক প্রশিক্ষণ ও প্রতিযোগিতা। এরই আলোকে গত বৃহস্পতিবার কোভিড-১৯ এর সঙ্কটকালে স্বাস্থ্য সুরক্ষা, মাস্ক ব্যবহারের অপরিহার্যতা এবং খাদ্যাভ্যাসে শৃঙ্খলার ওপর কর্মকর্তা-কর্মচারীদের দিনব্যাপি প্রশিক্ষণ দেয়া হয়। অন্যদিকে আকস্মিক অগ্নিকান্ড ও ভূমিকম্পকালে আত্মরক্ষামূলক পদক্ষেপ এবং সম্পদহানী রোধে করণীয় সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। স্বাস্থ্য, অগ্নি ও ভূমিকম্প বিষয়ে বিশেষজ্ঞরা এ প্রশিক্ষণ পরিচালনা করেন। অন্যদিকে খাদ্য সংরক্ষণ ব্যবস্থাকে বিজ্ঞানসম্মত করার ওপর গুরুত্বারোপ করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘খাবার পানি প্লাস্টিক বোতলে এবং খাদ্যসামগ্রী প্লাস্টিক পাত্রে রাখা ক্যান্সার ঝুঁকি সৃষ্টি করে। এছাড়া অপাস্তুরিত দুধ ব্যাক্টেরিয়া সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ’। এ অনুষ্ঠানে মাইলস্টোন মিশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজ্ঞান-জাদুঘর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ