পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রংপুরে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের ঘটনার মূল নায়ক ডিবি পুলিশের এএসআই রাহেনুল ইসলাম রাজুকে অবশেষে গ্রেফতার করেছে পিবিআই পুলিশ। গত বুধবার রাত সাড়ে ৯ টার দিকে তাকে পুলিশ লাইন্স থেকে গ্রেফতার করে পিবিআই কার্যালয়ে নেয়া হয়।
গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত আগামী ৪ নভেম্বর শুনানীর দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঘটনার প্রধান আসামি এএসআই রাহেনুলকে হেলমেট পরিয়ে আদালতে নেয়া হয়।
পরে পিবিআই রংপুরের পুলিশ সুপার জাকির হোসেন সাংবাদিকদের জানান, তারা আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন আদালতে দাখিল করেছে বিচারক আগামী ৪ নভেম্বর রিমান্ড শুনানীর দিন ধার্য করে আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত বুধবার সন্ধ্যায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক জাহাঙ্গীর আলমের কাছে ঘটনার বর্ণনা দিতে গিয়ে এএসআই রাহেনুলের সম্পৃক্ততার কথা জানিয়েছেন নির্যাতিতা ওই স্কুলছাত্রী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।