Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দিতে কয়েকটি দেশ সহযোগিতা করছে না -আইজিপি

প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দিতে কয়েকটি দেশ সহযোগিতা করছে না বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক।
গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে তার ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ফুল দেয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আইজিপি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার জন্য টাস্ক ফোর্স রয়েছে। খুনিদের ফিরিয়ে আনতে তারা সব ধরনের প্রক্রিয়া গ্রহণ করেছে। তবে যেসব দেশে খুুনিরা অবস্থান করছে,
বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দিতে এদের মধ্যে কয়েকটি দেশ খুুনিদের ফিরিয়ে দিতে সহযোগিতা করছে না। এর আগে দুপুরে আইজিপি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দিতে কয়েকটি দেশ সহযোগিতা করছে না -আইজিপি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ