Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যার্তদের সহায়তা দেবে কানাডা

প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেবে কানাডা। গতকাল সোমবার ঢাকার কানাডা হাইকমিশন এক বিবৃতিতে একথা জানায়।
বিবৃতিতে বলা হয়, কানাডীয় মানবিক সহায়তা তহবিলের (সিএইচএএফ) মাধ্যমে বন্যার্তদের জন্য আড়াই লাখ কানাডীয় ডলার দেয়া হবে। কেয়ার কানাডার তত্ত্বাবধানে ৬ মাসের এ প্রকল্প চলবে। সোমবার থেকে প্রকল্প শুরু হয়েছে। কুড়িগ্রাম জেলার ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এই অর্থ ব্যয় হবে। এই অর্থ দিয়ে খাদ্যবহির্ভূত বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনা ও ১০ হাজার মানুষের মধ্যে নগদ টাকা বিতরণ করা হবে। বাংলাদেশে এই প্রকল্পে সিএইচএএফের মোট বাজেট ৩ লাখ ৩৩ হাজার ৩৩৩ কানাডীয় ডলার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যার্তদের সহায়তা দেবে কানাডা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ