পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর সবগুলো পূজা মন্ডপে ডিএমপি পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা হাতে নেয়া হয়েছে। পূণ্যার্থীদের সবাই সুন্দরভাবে পূজা মন্ডপে আসছেন। কোথাও কোনো ঝামেলা বা বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা নেই। গতকাল শনিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, ডিএমপির কিছু সীমাবদ্ধতার কারণে এবার পূজা মন্ডপে পূণ্যার্থীদের চলাচলের জন্য স্ট্যান্ডিং ফোর্স দিতে পারিনি। পূজা মন্ডপে পূণ্যার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা পুলিশের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। কোভিট-১৯ পরিস্থিতিতে রাজধানীর যেখানেই জনসমাগম বেশি দেখা যাচ্ছে, সেখানেই টহল পুলিশ মোতায়েন করা হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছেন, তাদের সঙ্গে মুল জনগোষ্ঠীর কোনো সম্পর্ক নেই। তারা বিভিন্ন অপপ্রচার চালাবে এটা সবাই জানেন। তাদের এসব অপপ্রচারগুলো যদি আমাদের বিশ্বাস করতে হয়, তবে ঢাকার রাস্তায় হাঁটতে পারবো না। তারা যেসব আপত্তিকর অপপ্রচার চালাচ্ছেন সেসবের কোনো ভিত্তি বা অস্তিত্ব নেই। এর আগে ঢাকেশ্বরী মন্দিরের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।