Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হজ সামগ্রীতে মূল্যছাড়

প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

শুরু হয়েছে হজের প্রস্তুতি। তাই বায়তুল মোকাররমের উত্তর গেটে অবস্থিত আল-ইসলাম ব্রাদার্স তাদের হজ সামগ্রীতে দিচ্ছে ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাজী মোঃ মহিবুল্লাহ রাজু বলেন, আমাদের এখানে ইন্দোনিশিয়া ও দেশীও এহরাম বাঁধার টাওয়াল সেট ৫০০ থেকে ২ হাজার ৫০০, এহরাম বাঁধার কাপড় সেট ৫০০ থেকে ৩ হাজার ৫০০, এহরাম বাঁধার বেল্ট ৬০ থেকে ৪০০, মিনাব্যাগ ৬০ থেকে ১৫০, পাসপোর্ট ব্যাগ ৩০ থেকে ৬০, জুতা রাখার ব্যাগ ১০ থেকে ২০, পাথর রাখার ব্যাগ ১০ থেকে ২০, প্লাস্টিক জায়নামাজ ২০০ থেকে ৩০০, কাটার বক্স ২০০ থেকে ৫০০, হজ গাইড বই ৮০ থেকে ৩০০, কাঁধের ব্যাগ ৫০ থেকে ১০০, হিজাব ১৫০ থেকে ৭০০, মহিলা এহরাম সেট ৮০০ থেকে ২ হাজার ৫০০, মহিলাদের চুল বাঁধার টুপি ৫০ থেকে ১৫০, হাত মোজা ও পা মোজা ৫০ থেকে ২০০, হাওয়ার বালিশ ১৫০ থেকে ১ হাজার, বোডিং হোল্ডার ৩০০ থেকে ১ হাজার ২০০, সানক্যাপ ১০০ থেকে ২০০, পায়ের তাবেয়া ২০০, চামড়ার মোজা ৪০০ থেকে ১ হাজার, তায়ম্মুমের মাটি ৫০ থেকে ১০০, মিসওয়াক ২০ থেকে ৫০, সালোয়ার ৩০০ থেকে ৪৫০, ছাতা ১৫০ থেকে ৬০০, ছোট কোরআন শরিফ ১০০ থেকে ৪৫০ টাকা। এছাড়া আছে গামছা-টাওয়াল, জুতা, টুপি, তসবি, আতর, বোরকা। এসব কেনা যাবে পাইকারি ও খুচরা। ঠিকানা : আল-ইসলাম ব্রাদার্স, বায়তুল মোকাররম ১ নং উত্তর গেট, ১ নং দোকান নং (নিচতলা), ঢাকা। মোবাইল : ০১৮২৩৮৮০১৫৮



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ সামগ্রীতে মূল্যছাড়
আরও পড়ুন