Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষমা চাইলেন ডেপুটি জেলার অলিভা শারমিন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন ময়মনসিংহের ডেপুটি জেলার অলিভা শারমীন। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো.হাবিবুল গনি এবং মো.রিয়াজ উদ্দিন খানের ডিভিশন বেঞ্চে উপস্থিত হয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন। পরে আদালত তাকে আদালত অবমাননার দায় থেকে অব্যহতি দেয়া হয়। এর আগে গত ১ অক্টোবর আদালতের আদেশ প্রতিপালন না করার বিষযে ব্যাখ্যা দিতে অলিভা শারমিনকে তলব করেন হাইকোর্ট। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিএম আব্দুর রাফেল বলেন, সাহেদ নামে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত এক আসামি হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন। ওই আসামি কতদিন কারাগারে রয়েছেন সে তথ্য জানতে চেয়েছিলেন হাইকোর্ট। এ আদেশ মোতাবেক গত ২৯ সেপ্টেম্বর ময়মনসিংহ কারাগারে আমি নিজে যোগাযোগের চেষ্টা করি। কিন্তু দায়িত্বরত ডেপুটি জেলার অলিভা শারমিন তথ্য দিতে অস্বীকৃতি জানান। বিষয়টি আদালতে অবহিত করার পর হাইকোর্ট তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করতে বলেন। সে অনুসারে আবেদন করি। আবেদনের শুনানি শেষে অলিভা শারমিনের বিরুদ্ধে রুল জারি করেন। সেই সঙ্গে সশরীরে হাজির হয়ে ব্যাখা প্রদান করতে বলেন। এ পরিপ্রক্ষিতে তিনি নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেপুটি-জেলার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ