Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আওয়ামী লীগ নেতার সম্পদ বিবরণী তলব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

মানিকগঞ্জ সিঙ্গাইর উপজেলা আওয়ালীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর রহমান ওরফে ভিপি শহীদের সম্পদ বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার উপ-পরিচালক শাহীন আরা মমতাজ সম্পদ বিবরণী চেয়ে এ নোটিশ পাঠান। একই নোটিশে শহিদুর রহমানের স্ত্রী নারগিছ আক্তার,ছেলে জাফরুল ইবনে শহীদ,সাকিবুর রহমান স্বাক্ষর এবং তাহসিনুর রহমান শাইখের সম্পদ বিবরণীও চাওয়া হয়েছে।

দুদক সূত্র জানায়, ভিপি শহীদের বিরুদ্ধে পদ-পদবী ব্যবহার এবং একজন নারী এমপি’র ভাগ্নে পরিচয় দিয়ে পরিবহণ খাতে চাঁদাবাজি,নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিপুল অবৈধ অর্থ-সম্পদের মালিক হয়েছেন-মর্মে অভিযোগ রয়েছে। অভিযোগটি আমলে নিয়ে প্রাথমিক অনুসন্ধান চালায় কমিশন। অনুসন্ধান প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তাদের সম্পদ বিবরণী চাওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামীলীগ-নেতা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ