Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলামেইল সাংবাদিকদের জামিন

প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গুজব ছড়ানোর অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিনজনকে জামিন দিয়েছে আদালত। এরা হলেন- ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও স্টাফ রিপোর্টার প্রান্ত পলাশ।
বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম গতকাল রোববার তাদের জামিন মঞ্জুর করেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী প্রিয়লাল সাহা।
‘টুডেনিউজ৭১ ডটকম’ নামের এক পোর্টালে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের বিমান দুর্ঘটনায় মৃত্যুর ভুয়া খবর ছাপা হয়েছিল, যা গুজব ছিল বলে বাংলামেইল গত রোববার একটি প্রতিবেদন প্রকাশ করে। এরপর র‌্যাব-৩ এর একটি দল ওই রাতে কাকরাইলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গিয়ে ৩ সাংবাদিককে ধরে নিয়ে গিয়ে তাদের বিরুদ্ধে মামলা করে। মামলায় তাদের বাইরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমকেও আসামি করে এজাহারে তাকে পলাতক দেখানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলামেইল সাংবাদিকদের জামিন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ