Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিমান্ড শেষে কারাগারে স্বাস্থ্যের আবজাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

অবৈধ সম্পদ অর্জন মামলায় স্বাস্থ্য অধিদফতরের অফিস সহকারী আবজাল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) রিমান্ড শেষে গতকাল সোমবার তাকে আদালতে তোলা হয়।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান দুদক কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন। ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দুই মামলায় আবজাল হোসেন দীর্ঘ দিন পলাতক থেকে গত ২৬ আগস্ট আত্মসমর্পণ করেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত গত ২ সেপ্টেম্বর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ আবজাল হোসেনের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের আওতায় তদন্ত কর্মকর্তা তৌফিকুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাস্থ্যের-আবজাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ