পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর রায়েরবাজার সাদেক খান রোডে একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে লোহার অ্যাঙ্গেল মাথায় পড়ে নাহার বেগম (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহার কিশোরগঞ্জের ইটনা উপজেলার মো. আনোয়ার হোসেনের স্ত্রী। বর্তমানে স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ সাদেক খান রোডের কমিউনিটি সেন্টার গলি ২৬/২ নম্বর টিনশেড বাসায় ভাড়া থাকতেন তিনি।
ছেলে মো. সোহাগ জানান, গতকাল বিকেলে টিনশেড বাসার সামনে ঘোরাঘুরি করছিলেন তার মা নাহার। তাদের বাসার সামনে একটি নির্মাণাধীন ভবন রয়েছে। এ সময় ওই ভবনের পাঁচতলা থেকে লোহার একটি অ্যাঙ্গেল তার মায়ের মাথার উপর পড়ে। এতে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিক্যাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছেলের অভিযোগ, ভবনটিতে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ করা হলেও কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই।
ভবনের চার পাশে কোনো নেটও টানানো নেই। এর আগেও বিভিন্ন সময় উপর থেকে ইট-পাটকেল নিচে পড়েছে। তবে তখন কেউ আহত হয়নি।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এছাড়া ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।