পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। গতকাল চিকিৎসকদের একটি দল তার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। তিনি এখন স্বাভাবিক খাবার খেতে পারছেন। ড্যাবের সাবেক মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন আশা প্রকাশ করে বলেন, খুব দ্রুতই তিনি (রিজভী) পুরোপুরি আরোগ্য লাভ করবেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন কর্মসূচি শেষ করে নিজের গাড়িতে উঠার পরপরই বুকে ব্যথা অনুভব করেন। পরে প্রথমে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। এরপর দ্রুত সেখান থেকে তাকে ধানমন্ডির ল্যাবএইডে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সিসিইউতে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। হাসপাতালে অধ্যাপক সোহরাফ-উজ জামানের তত্ত্ববধায়নে তার চিকিৎসা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।