পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সঙ্গে কর্পোরেট চুক্তিস্বাক্ষর করেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। চুক্তির আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন রবির এসএমই কর্পোরেট সংযোগ ব্যবহার করবে। এছাড়া অপারেটরটির বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস ও ইটারনেট সেবা উপভোগ করবে প্রতিষ্ঠানটি। চুক্তির ফলে প্রতিষ্ঠানটির সাথে রবির দীর্ঘমেয়াদি সম্পর্ক স্থাপিত হলো বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। সম্প্রতি চট্টগ্রাম নগর ভবনে রবি আজিয়াটা লিমিটেডের পক্ষে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আদিল হোসেন নোবেল ও সিটি কর্পোরেশনের পক্ষে প্রতিষ্ঠানটির সচিব মো. আবুল হোসেন চুক্তিটি স্বাক্ষর করেন। এ সময় রবি আজিয়াটা লিমিটেডের এন্টারপ্রাইজ বিজনেসের জেনারেল ম্যানেজার আরিফ আহমেদ চৌধুরী, ম্যানেজার মোস্তফা আল মামুন ও আব্দুল্লাহ আল মামুন এবং সিটি কর্পোরেশনের পক্ষে মেয়র আ জ ম নাছির উদ্দিন, মেয়রের ব্যক্তিগত সচিব মো. মঞ্জুরুল ইসলাম ও আইটি কর্মকর্তা ইকবাল হাসান উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।