পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নিজস্ব কার্যালয়ের দলিল সম্পাদন বা নিবন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনে ইআরএফ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলিলে স্বাক্ষর করেন ইআরএফ সভাপতি সাইফুল ইসলাম দিলাল ও ডেভলপার কোম্পানি আবেদ হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম বরকত উল্লাহ।
এ সময় সংগঠনের সাবেক সভাপতি শামসুল হক জাহিদ, মনোয়ার হোসেন, জাকারিয়া কাজল, নাজমুল আহসান, মো. খাজা মঈনুদ্দিন, সুলতান মাহমুদ বাদল, সহ-সভাপতি সৈয়দ শাহনেওয়াজ করিম, সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান, বদিউল আলম ও জিয়াউর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ইআরএফ তার নিজস্ব কার্যালয় স্থাপনে ২০১৮ সালের ৬ আগস্ট ৪ কোটি ৩৪ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে পুরানা পল্টনের পল্টন টাওয়ারে ৪ হাজার ৯৮০ বর্গফুট বাণিজ্যিক স্পেস ক্রয় করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।