পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশ্ববিদ্যালয় রিপোর্টার : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যুদ্ধাপরাধীর ছেলে ও স্বাধীনতাবিরোধীদের কমিটিতে রেখে জঙ্গিদের সমর্থন দিয়েছে। আসলে তারা ঐক্যের কথা বলে বাঙালি জাতির সঙ্গে উপহাস করছে।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘অবিনশ্বর তুমি পিতা’ শিরোনামে বঙ্গবন্ধুর দুর্লভ আলোকচিত্র এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনীমূলক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সুচিন্তা ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি কানতারা খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমিরেটাস প্রফেসর ড. এ কে আব্দুল মোমেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. খন্দকার বজলুল হক প্রমুখ। তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। সমগ্র বাংলার মানুষ আজ এক। প্রধানমন্ত্রী বলেছেন, ঘরে ঘরে জঙ্গিবাদবিরোধী দুর্গ গড়ে তুলতে। সেই দুর্গ ইতোমধ্যে গড়ে উঠেছে। মসজিদের ইমাম, ওলামায়ে কেরাম, বাঙালি জাতি আজ ঐক্যবদ্ধ। তিনি আরো বলেন, যারা ২০১৩ সালে রাস্তায় গাছ ফেলে অরাজকতা সৃষ্টি করেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন বানচালে প্রিজাইডিং অফিসার, পুলিশ হত্যা করে মা-বোনের বুক খালি করেছিল, ২০১৫ সালে ৯৩ দিন হরতাল অবরোধের নামে গণহত্যার চেষ্টা করেছিল তারাই এখন পেছনে থেকে সন্ত্রাসী কর্মকা- চালাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।