পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর বিমানবন্দর থানার ওসি বি. এম ফরমান আলী ও এসআই মাহবুব হোসাইনের বিরুদ্ধে হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলার আবেদন করা হয়েছে। গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুর কায়েশের আদালতে মামলার আবেদন জমা দেন ভিকটিমের স্ত্রী সালেহা সুলতানা সোমা। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, গত ১০ অক্টোবর বাদিনীর স্বামী শামীম হোসাইন ও জনৈক আসাদকে বিমানবন্দর থানার একটি মামলায় থানা হেফাজতে নিয়ে যায়। এরপরে ওসি. বি এম ফরমান আলী ও এস আই মাহবুব হোসাইনের নির্দেশে তার স্বামী শামীম ও জনৈক আসাদকে শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে পিটিয়ে অমানবিকভাবে স্বীকারোক্তি আদায়ের জন্য নির্যাতন করে মারাত্মকভাবে আহত করে। বর্তমান বাদিনীর স্বামী শামীম ও জনৈক রাসেল জেলহাজতে রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।