Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

বাঁশের সাঁকো বেয়ে স্কুলে ঢুকতে হয় শিশু শিক্ষার্থীদের

প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনার সুজানগর উপজেলার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সব সময় পানিতে তলিয়ে থাকে। আমপাশের গ্রাম থেকে শিক্ষার্থীরা বাঁশের সাঁকো দিয়ে পানিবদ্ধ এই বিদ্যালয়ে আসে শিক্ষা গ্রহণের জন্য। এটি বন্যা জনিত কারণে পানিবদ্ধ হয়নি। গাজনার বিলের কারণে এই বিদ্যালয়ের এই দুর্দশা সৃষ্টি হয়েছে। সুজানগর উপজেলার গাজনার বিলে পদ্মা ও যমুনা নদীর প্রবেশ করে। বিলে পানি প্রবেশ করে। দুলাই উপজেলার পাইকপাড়া ইউনিয়ন ছাড়াও আশপাশের এলাকায় পানিবদ্ধতা সৃষ্টি হয়ে আছে। কোটি কোটি টাকা ব্যয়ে গাজনার বিল সংস্কারের কাজ করা হলেও কার্যতঃ কয়েকটি ইউনিয়নে নেমে এসেছে দুর্দশা। বাঁশের সাঁকোতে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা মধ্যবর্তী পরীক্ষায় অংশ নিতে আসছে। স্কুলটি বন্যা কবলিত না হওয়া এটা বন্ধ ঘোষণা করা যাচ্ছে না। আবার পানি বের করার কোন উপায় করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাঁশের সাঁকো বেয়ে স্কুলে ঢুকতে হয় শিশু শিক্ষার্থীদের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ