Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণ যুবক গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

নগরীর সদরঘাটে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. রিয়াজ (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার ভোরে তাকে গ্রেফতার করে সদরঘাট থানা পুলিশ। গ্রেফতার রিয়াজ ডবলমুরিং থানার মোগলটুলী কাটা বটগাছ এলাকার মো. হানিফের ছেলে। স্থানীয়রা জানায়, সে ছাত্রলীগের নামে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি করে আসছিল।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রনি তালুকদার জানান, গত ১৬ সেপ্টেম্বর নগরীর সদরঘাট থানার সরকার পুকুর পাড় এলাকায় ওই কিশোরীকে বন্ধুর বাসায় নিয়ে রিয়াজ ও তার সহযোগীরা ধর্ষণ করেন। এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে সদরঘাট থানায় একটি মামলা করেন। অভিযোগ পেয়ে রিয়াজকে গ্রেফতার করা হয়। বাকিদের ধরতে অভিযান চলছে। রিয়াজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ